১১ মে, ২০২৪

PF: পিএফ অফিসের কর্মী পরিচয়ে শিক্ষিকার থেকে ৮০ হাজার হাতানোর অভিযোগ
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-12 10:40:52   Share:   

এক শিক্ষিকার থেকে ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে (Mumbai)। প্রভিডেন্ড ফান্ড (PF) অফিসের কর্মীর পরিচয় দিয়েই টাকা হাতিয়েছে অভিযুক্ত। ওই শিক্ষিকা মামলা দায়ের করেছে এনআরআই (NRI Coastal Police Station) কোস্টাল থানায়। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিস। জানা গিয়েছে, কিছুদিন আগে অনলাইনে প্রভিডেন্ড ফান্ড অফিসের ফোন নম্বর খুঁজছিলেন বছর ৩২-এর বেসরকারি স্কুলের ওই শিক্ষিকা। তারপরেই এমন ঘটনা ঘটে।

পুলিস জানিয়েছে, 'অভিযুক্ত ব্যক্তি ওই মহিলাকে ফোন করে জানান তিনি প্রভিডেন্ড ফান্ড অফিসে কাজ করেন। এরপর ওই ব্যক্তি শিক্ষিকাকে তাঁর ফোনে একটি অ্যাপও ডাউনলোড করতে বলে। সেখানে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সব তথ্যও দিতে বলা হয় শিক্ষিকাকে। তারপরে ওই ব্যক্তিকে ব্যক্তিগত পিনও দিয়ে দেন ওই শিক্ষিকা। তখনই শিক্ষিকার অ্যাকাউন্ট থেকে ৮০ হাজার টাকা তুলে নেয় অভিযুক্ত।'

কিছুদিন আগেই মুম্বইয়ের এক ব্যবসায়ী ভুয়ো জ্যোতিষীর পাল্লায় পড়ে প্রায় দু’লক্ষ টাকা খুইয়েছিলেন। সেই ঘটনারই আবার পুনরাবৃত্তি ঘটল।



Follow us on :