ব্রেকিং নিউজ
A-stray-dog-creates-havoc-in-Bihar-town-while-police-starts-search-operation-to-nab-it
Dogs: কুকুরের 'পাগলামি', ৭০ জনকে কামড়! আতঙ্কে বিহারের শহর, সক্রিয় পুলিস-প্রশাসন

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2023-01-27 14:32:25


পাগল কুকুরের (Stray Dog) আতঙ্কে ঘুম উড়েছে এলাকাবাসীর। বাচ্চা থেকে বুড়ো কেউ রেহাই পাচ্ছেন না। ইতিমধ্য়ে ওই কুকুরের কামড়ে জখম কমবেশি ৭০ জন। বর্তমানে পরিস্থিতি এমন যে, বাড়ি থেকে বের হতেই ভয় পাচ্ছেন লোকজন। সেই ‘পাগলা’ কুকুরের হদিশে পথে নেমেছে পুলিস বাহিনী। শহরের বিভিন্ন জায়গায় রাতে মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত পুলিস। কুকুরের তাণ্ডব থেকে রক্ষা করার জন্যই এই পদক্ষেপ। সবমিলিয়ে, আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে বিহারের (Bihar) আরা শহরে।

পুলিস সূত্রে খবর, শিবগঞ্জ, শীতলাতলা, মহাদেব রোড এবং সদর হাসপাতাল এলাকায় ৭০ জনকে কামড়েছে সেই কুকুর। কামড় বসিয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় কুকুরটি। তারপর থেকেই আর তার খোঁজ নেই। অন্য কোথাও গিয়ে এই কাণ্ড করছে কিনা, তা জানার চেষ্টা করছে পুলিস। পাশাপাশি বন দফতরের কর্মী থেকে শুরু করে পুলিস বাহিনী নেমেছে কুকুরটি ধরতে। কিন্তু শুক্রবারও সন্ধান মেলেনি।

কিন্তু আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। সাধারণ মানুষের ভয় দূর করতে গোটা এলাকায় টহল দিচ্ছে পুলিস। জানা গিয়েছে, বন দফতরের কর্মীরা খাঁচা নিয়ে প্রস্তুত। কিন্তু কুকুরের দেখা নেই।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন