১০ মে, ২০২৪

Mango: আগে আম খেয়ে পরে কিস্তিতে দাম দিন! ইএমআই-তে আম বিক্রির পন্থা ব্যবসায়ীর
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-09 10:34:24   Share:   

শহরজুড়ে এখন আমের (Mango Season) মরশুম। সপ্তাহ ঘুরলেই বৈশাখ মাস (Bengali New Year)। ফলের রাজা আমের বাজারে ঢোকা আর শুধু সময়ের অপেক্ষা। কিন্তু পাল্লা দিয়ে বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের (Price Hike)। ন্যূনতম খাবার জোগাড় করতে নাভিশ্বাস উঠছে আম আদমির। তা বলে কাঠফাটা গরমে মানুষ আম খাবে না? খাবে না মানুষ আম? সেই শখ পূরণে অভিনব উপায় বাতলে দিয়েছেন পুণের এক আম বিক্রেতা। আম ব্যবসায় মাসিক কিস্তি বা ইএমআই (EMI Payment) প্রক্রিয়া চালু করেছেন তিনি। অর্থাৎ আগে আয়েশ করে আম খেয়ে নিয়ে পরে মাসিক কিস্তিতে শোধ করুন দাম। এভাবেই মানুষের ঘরে এক প্লেট আম, আমের চাটনি, আমপান্না, আমসূত্র তুলে দেওয়ার সহজ বিকল্প পথ রেখেছেন তিনি।

গৌরব সানস নামের ওই আম বিক্রেতা জানান, আলফানসো আমের দাম সাধারণ আমের তুলনায় অনেক বেশি। এই মরসুমে ডজন প্রতি ৮০০ থেকে ১৩০০ টাকায় বিক্রি হচ্ছে এই আম। তাই ইচ্ছা থাকলেও অনেকেই ক্রেতাই আম কিনে উদরস্থ করতে পারছে না। তাই তাঁর ভাবনা বাড়ি, গাড়ি যদি ‘ইএমআই’-তে কেনা যায়, তবে আম কেনা যাবে না কেন? গৌরব বলেন, 'এই আম কিনতে গেলে ক্রেডিট কার্ড থাকা আবশ্যিক। ন্যূনতম ৫ হাজার টাকার কেনাকাটার উপর পাওয়া যাবে এই সুবিধা।'


Follow us on :