১০ মে, ২০২৪

Leopard: জঙ্গল ছেড়ে পরিত্যক্ত বাড়িতে শাবকের জন্ম দিল চিতাবাঘ, কাণ্ড দেখে অবাক
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-14 13:54:54   Share:   

চিতাবাঘ (Leopard) বাচ্চা জন্ম দেওয়ার আগে নিরাপদ স্থান খুঁজে নেয়। জঙ্গলের মধ্যেই স্বভাবত জন্ম দিয়ে থাকে শাবকের। কিন্তু এবার একেবারে জঙ্গল ছেড়ে পরিত্যক্ত বাড়ি এসে শাবকের জন্ম (Birth) দিল চিতাবাঘ। যা দেখে অবাক স্থানীয়রা এবং বন দফতরের কর্মীরাও। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের (Uttarakhand) বাগেশ্বর জেলার সিরকোট গ্রামে। জানা গিয়েছে, জঙ্গল লাগোয়া গ্রামের ওই বাড়িতে কয়েকজন থাকতেন। কিন্তু তাঁরা বেশিরভাগ সময় পরিযায়ী শ্রমিকের কাজে বাইরে থাকতেন। ফলে ওই বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকত।

এছাড়া জঙ্গল লাগোয়া হওয়ায় ওই এলাকায় জনবসতিও কম ছিল।  এই সুযোগকেই কাজে লাগিয়েছে ওই মা চিতাবাঘ। পরিত্যক্ত ঘরে তিনটি শাবকের জন্ম দিয়েছে সে। সেই এলাকায় থাকা বন দফতরের ক্যামেরায় ধরা পড়েছে ওই চিতাবাঘের ছবি। স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, মা চিতাবাঘের গর্জন শুনেছেন এর আগে। পরে বন দফতরের লোকেরা এসে নজর রাখছিলেন চিতাবাঘের শাবকের উপর। জানা গিয়েছে, চিতাবাঘ জঙ্গলে ফিরিয়ে নিয়ে গিয়েছে শাবকদের।

উল্লেখ্য, বন দফতরের কর্মীরা জানিয়েছেন, তিনটি শাবকের মধ্যে দুটি শাবককে মুখে করে জঙ্গলে নিয়ে গিয়েছে মা চিতাবাঘ। প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গিয়েছে, তখন একটি শাবক ওই পরিত্যক্ত বাড়িতে রয়েছে। সেই শাবককে দুধ খাইয়েছেন বন দফতরের কর্মীরা। ওই এলাকায় চিতাবাঘের গতিবিধির নজর রাখতে তিনটি ক্যামেরাও লাগানো হয়েছে। অপর এক শাবককে উদ্ধার করেনি বন দফতরের কর্মীরা। অপেক্ষায় রয়েছেন, মা চিতাবাঘ এসে কখন ওই শাবককে জঙ্গলে নিয়ে যায়।


Follow us on :