২৭ এপ্রিল, ২০২৪

Pune: কালাজাদুর জন্য বধূকে হেনস্থায় অভিযুক্ত শ্বশুরবাড়ি, স্বামী-সহ ৭ জনের বিরুদ্ধে মামলা
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-11 12:56:37   Share:   

কালাজাদুর(Black Magic) জন্য তরুণীকে হেনস্থার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। স্বামী-সহ সাত জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের(Maharashtra) বিড জেলায়। পরিবারের সকলের বিরুদ্ধেই হেনস্থার অভিযোগ দায়ের করেন তরুণী। অভিযোগের ভিত্তিতে ওই পরিবারের সদস্যদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭, ৩৫৪, ৪৯৮ ধারায় মামলা রুজু করা হয়েছে। তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করলেও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। 

অভিযোগকারী পুলিসকে জানিয়েছে, ২০১৯ সালে তরুণীর বিয়ে হয়। তারপর থেকেই তাঁকে মানসিক এবং শারীরিকভাবে হেনস্থা করতেন শ্বশুরবাড়ির সদস্যরা। এমনকি গত বছর অগস্ট মাসে ঋতুস্রাবের রক্ত তুলোর মাধ্যমে বোতলে ভরেন তাঁর দেওর, ভাইপো-সহ এক প্রতিবেশী। তরুণী অভিযোগপত্রে আরও জানায়, তাঁর কাছ থেকে ঋতুস্রাবের রক্ত আদায় করতে পারলে দেওর ৫০ হাজার টাকা পাবেন বলে চুক্তিও হয়েছিল। গোটা ঘটনার পর তরুণী পুনেতে তাঁর বাবা-মায়ের কাছে চলে যান। 

এমনকি পুনের একটি থানাতেই অভিযোগ দায়ের করেন ওই তরুণী। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। তবে এখনও গ্রেফতার করা হয়নি পরিবারের সদস্যদের।


Follow us on :