১২ মে, ২০২৪

Crocodile: নদীবাঁধ দিয়ে গ্রামের রাস্তায় কুমির, সরীসৃপকে হাঁটতে দেখে খবর গেল বন দফতরে
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-15 15:27:43   Share:   

জনবহুল রাস্তায় হেঁটেচলে বেড়াচ্ছে চার ফুট লম্বা কুমির (Crocodile)। আর তা দেখেই আতঙ্ক গ্রামবাসীদের মধ্যে। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সুদা গ্রামের ঘটনা। জল ছেড়ে কুমিরটি ডাঙায় উঠে এসে দিব্যি মানুষের সঙ্গেই ঘোরাফেরা করছে রাস্তায়। এই দেখে আতঙ্কিত গ্রামবাসীরা খবর দেন বন দফতরে (Forest division)। খবর পেয়ে ঘটনাস্থলে এসে কুমিরটি উদ্ধার করেন বন দফতরের কর্মীরা। জানা গিয়েছে, গ্রামের খুব কাছেই রয়েছে মোহনী নামের একটি বাঁধ। সেই মোহনী বাঁধ থেকেই গ্রামের ভিতর ঢুকে পড়েছে কুমিরটি, দাবি বন দফতরের কর্মীদের।

বন দফতর সূত্রে খবর, উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া বন্য প্রাণীদের আটকের চেষ্টা করা অনুচিত। এতে গ্রামবাসীদের প্রাণহানির আশঙ্কাও থাকতে পারে। তাই জনবসতির ভিতর কুমির ঢুকে পড়লে দেরি না করে বন দফতরে জানানো দরকার, এমনটাই দাবি বন দফতরের।


Follow us on :