২৬ এপ্রিল, ২০২৪

Crime: রাজস্থানে শোরগোল! স্কুলের মধ্যেই সপ্তম শ্রেণির ছাত্রকে গুলি, অভিযুক্ত নবমের পড়ুয়া
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-05 14:29:54   Share:   

আজকাল আগ্নেয়াস্ত্র (Gun) থাকা যেন কোনও ব্যাপারই নয়। ছোট থেকে বড় সকলের কাছেই এখন আগ্নেয়াস্ত্র। এমনকি স্কুল ছাত্রের (School Student) কাছেও। আর তার পরিণতি যে কতটা ভয়ংকর হতে পারে, তা শুক্রবারে রাজস্থানের (Rajasthan) ঢোলপুরের ঘটে যাওয়া ঘটনা থেকে স্পষ্ট।

স্কুলের মধ্যে চলল গুলি। আর এই ঘটনায় অভিযুক্ত নবম শ্রেণির এক ছাত্র। এই গুলি চলার ঘটনায় আহত সপ্তম শ্রেণির এক ছাত্র।  জানা গিয়েছে, অভিযুক্ত ওই কিশোর সপ্তম শ্রেণির ছাত্রকে লক্ষ্য করে গুলি চালায়। ঢোলপুর জেলার মৌরলি গ্রামের ওই সরকারি স্কুলের ঘটনায় রীতিমতো আতঙ্ক। আহত ওই ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে প্রশ্ন উঠছে, স্কুলের মধ্যে বন্দুক এলো কোথা থেকে? একজন স্কুল ছাত্র বন্দুকটি পেল কীভাবে? এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

ইতিমধ্যে আহত ছাত্রের পরিবার, অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। কী নিয়ে ওই দুই ছাত্রের মধ্যে ঝামেলা তা জানার চেষ্টা করছে। ঝামেলার জেরে এত বড় দুর্ঘটনা? নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিস।


Follow us on :