খেলতে যাওয়া কাল হয়েছে। মাঠের মধ্যে চারশো ফুট গভীর কুয়োয় পড়ে যায় ৮ বছরের এক শিশু। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বেতুল জেলার মান্ডবি গ্রামে। এই ঘটনায় শোরগোল এলাকায়। আতঙ্কের রয়েছেন গ্রামবাসী। কুয়ো (borewel) চটজলদি ঢেকে দেওয়ার দাবি জানান তাঁরা। না হলে এরকম ঘটনা পুনরায় ঘটতে পারে বলে জানান তাঁরা।
এদিন মাঠে খেলতে গিয়েছিল তন্ময় দিয়াওয়ার নাম ওই শিশু। খেলার আনন্দে মশগুল। এমন সময় মাঠের মধ্যে খনন করা গভীর কুয়োয় পরে যায় সে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে আসে পুলিস ও উদ্ধারকর্মীরা। আনা হয় মাটি খোঁড়ার মেশিন। আঠনের থানার পুলিস সূত্রে খবর, মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ গ্রামের একটি মাঠে খেলতে গিয়েছিল তন্ময়। এরপরই এই দুর্ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, চারশো ফুট গভীর ওই কুয়োর ষাট ফুট গভীরে গিয়ে আটকে যায় তন্ময়। মাটি খুঁড়ে তাকে উদ্ধার করা হয়। অক্সিজেনের অভাবে শরীর খারাপ হয়ে যায়। কিছুক্ষণ অক্সিজেন দিতেই সুস্থ হয়ে ওঠে শিশুটি। এখন সুস্থই রয়েছে তন্ময়।