০৮ মে, ২০২৪

Murder: পোষ্য টিয়া পুলিসকে চিনিয়ে দিল খুনি কে! এ যেন বাস্তবের ঘুরঘুটিয়ার গল্প
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-25 09:59:23   Share:   

এ যেন ত্রিনয়ন ও ত্রিনয়ন একটু জিরো! সত্যজিতের ঘুরঘুটিয়ার গল্পই যেন বাস্তব আগ্রায়। এক মহিলার খুনিদের চিনিয়ে দিল তাঁরই পোষ্য টিয়া (Parrot)। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রায় (Agra Incident)। তবে এই ঘটনায় খুনিদের খোঁজ মিলছিল না। জানা গিয়েছে, ২০১৪ সালে নীলম শর্মা নামে ওই মহিলা খুন হয়েছিলেন। খুনের দিন বাড়িতে একাই ছিলেন ওই মহিলা। ওই দিন তাঁর স্বামী-পুত্র দুজনেই একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। ফিরে এসে স্ত্রী নীলম-সহ পোষ্য কুকুরকে (Pet Dog) রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখেন তাঁরা। পরে ময়নাতদন্তের রিপোর্ট আসলে পুলিস জানায়, নীলমকে ১৪ বার এবং কুকরটিকে ৯ বার ছুরি দিয়ে কোপানো হয়েছিল।  

সেই মামলার তদন্তে এক তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, সম্প্রতি তদন্তের স্বার্থে আবার বিজয় শর্মার বাড়িতে যান তাঁরা। বিজয় শর্মার বাড়িতে একটি খাঁচাবন্দি টিয়াপাখি বারবার কিছু একটা বলছিল। খুব ভাল করে শোনার পর বুঝতে পারা গিয়েছিল যে, আসলে টিয়া পাখিটি আশুতোষ এবং রানি নামে দুই ব্যক্তির নাম বলছিল। বারবার বলছিল, 'আশু এসেছিল। এরপরই পুলিস আশুতোষ এবং রানির খোঁজ শুরু করে। তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করতেই তাঁরা খুনের কথা স্বীকার করেন। এরপরই গ্রেফতার করা হয় দু’জনকে।' আদালতে তাঁরা দোষী সাব্যস্ত হলেই বিচারক তাঁদের দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন।


Follow us on :