১১ মে, ২০২৪

Narendrapur: স্কুটি পার্কিং ঘিরে রক্তপাত, বচসার মাঝেই যুবককে অস্ত্রের কোপ
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-15 18:25:46   Share:   

স্কুটি রাখাকে (Scooty Parking) কেন্দ্র করে বিবাদ, স্কুটি সরানো ঘিরে কথা কাটাকাটি থেকে সোজা খুনের চেষ্টা এক যুবককে। নরেন্দ্রপুরের এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় কলকাতার এক হাসপাতালে চিকিৎসাধীন বাশদ্রোণীর যুবক (Youth Attack) প্রসেনজিৎ সর্দার। অভিযুক্ত বাপ্পা মণ্ডলকে গ্রেফতার করে বারুইপুর আদালতে (Baruipur Court) তোলে পুলিস। জানা গিয়েছে, ডেকরেটার্সের ব্যবসায়ী আক্রান্ত যুবক। রাস্তার পাশে স্কুটি রাখাকে কেন্দ্র করেই রক্তারক্তি কাণ্ড। ব্যবসার কাজে নরেন্দ্রপুরের রানীয়ায় এসেছিলেন প্রসেনজিৎ। রাস্তার পাশে স্কুটি রেখেই তিনি কাজে যান। 

এই স্কুটি রাখা ঘিরে বচসায় জড়িয়ে পড়েন মদ্যপ বাপ্পা। পাশে একটি দোকান থেকে ধারালো অস্ত্র এনে প্রসেনজিতের মুখে বসিয়ে দেন অভিযুক্ত। স্থানীয়রাই ধরে ফেলেন বাপ্পাকে। এরপর তুলে দেওয়া নরেন্দ্রপুর থানার হাতে। তাঁকে গ্রেফতার করে আইপিসির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত আক্রান্ত যুবকের এক বন্ধু জানান, 'ঝামেলা মেটাতে চাইলেও অভিযুক্তকে কিছুতেই শান্ত করা যায়নি। ফলে সবাই আতঙ্কিত হয়ে পড়েন।' প্রসেনজিতের পরিবারে দাবি, 'অভিযুক্ত বাপ্পাকে যথাযথ শাস্তি দেওয়া হোক।'


Follow us on :