২৬ এপ্রিল, ২০২৪

Killer: শুধুই নাম-যশ-খ্যাতি! হাতুড়ি-পাথর দিয়ে থেঁতলে সিরিয়াল কিলিং, পুলিসের জালে অভিযুক্ত
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-02 16:35:20   Share:   

নাম, যশ-এর লোভে মানুষ কী না করতে পারে? লাইম লাইটে আসতে গিয়ে একের পর খুন (Murder) করেছেন ওই ব্যক্তি। শেষমেশ পুলিসের (Police) জালে ধরা পড়ে এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন অভিযুক্ত ওই 'সিলিয়ার কিলার' (Serial killer)। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সাগর জেলায়।

উল্লেখ্য, ওই এলাকায় ত্রাস হয়ে ওঠার চেষ্টা করছিলেন তিনি। তদন্তে জানা গিয়েছে, কেবল নিরাপত্তারক্ষীরাই ছিল তাঁর টার্গেট। তবে খুন করার জন্য কোনও আগ্নেয়াস্ত্র ব্যবহার করতেন না। কেবল হাতুড়ি, পাথর এবং কোদাল দিয়ে তাঁদের মাথা থেঁতলে খুন করতেন অভিযুক্ত। যখন রাতে নিরাপত্তারক্ষীরা ঘুমাতেন তখনই তাঁদের উপর আক্রমণ করতেন।

পুলিস সূত্রে খবর, গত ৭২ ঘণ্টার মধ্যে তিন জন নিরাপত্তারক্ষীকে খুন করেছেন অভিযুক্ত। জেরায় অভিযুক্ত দাবি করেছেন, একের পর এক খুন করে ‘বিখ্যাত’ হতে চেয়েছিলেন। অভিযুক্তের ফোনের টাওয়ার লোকেশন চিহ্নিত করে শুক্রবার ভোররাতে তাঁকে গ্রেফতার করেছে রাজ্য পুলিস।


Follow us on :