১৫ মে, ২০২৪

Bihar: ফের তীব্র দাবদাহের জেরে ৯ জনের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন বহু
CN Webdesk      শেষ আপডেট: 2023-06-21 18:33:31   Share:   

ফের তীব্র দাবদাহের (Heat Wave) জেরে ৯ জনের মৃত্যু (Death)। ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) বেশ কিছু জেলায়। জাতীয় আবহাওয়া দফতর সূত্রে খবর, বিহারের বেশকিছু জেলাতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রির কাছাকাছি। সপ্তাহের শেষে বর্ষার প্রথম বৃষ্টি পেতে পারে বিহার। তবে ১৭-১৮ দিন ধরে তাপপ্রবাহ চলছে। এরফলেই গত দু’দিনে এই রাজ্যে ‘হিটস্ট্রোকে’ ৯ জনের মৃত্যু হয়েছে। তবে এর মধ্যে ২ জনের দেহ এখনও শনাক্ত করা যায়নি।

বিহারের বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, আগেই সরকারি তরফে জানানো হয়েছিল তাপপ্রবাহের জেরে গোটা রাজ্যে মোট ৫০ জনের মৃত্যু হয়েছে। এমনকি এখনও হাসপাতালে চিকিৎসাধীন বহুজন। এমনকি মৃতদের মৃত্যুর সঠিক কারণও জানা যায়নি। তবে বেড়ে চলা এই মৃত্যুমিছিল ভিড় জমাচ্ছে শ্মশানে। 

তাই এই বিষয়ে শ্মশানের ডোমরা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই পরিস্থিতি কোভিডের সময়ের কথা মনে করিয়ে দিচ্ছে। একসঙ্গে চার-পাঁচটি দেহ শ্মশানে এসে যাওয়ায় সৎকারের জন্য মৃতের পরিবারকে দীর্ঘ সময় অপেক্ষাও করতে হচ্ছে।


Follow us on :