১৫ মে, ২০২৪

UP: ফের তাপপ্রবাহের জেরে মৃত্যু হল ৭০ জনের, চিন্তিত যোগী সরকার
CN Webdesk      শেষ আপডেট: 2023-06-22 16:05:11   Share:   

বেড়েই চলেছে তাপপ্রবাহ (Heat Wave)। আর যার ফলে বেড়ে চলেছে মৃত্যুমিছিলও। তীব্র তাপপ্রবাহের জেরে শুধুমাত্র উত্তরপ্রদেশের (Uttarpradesh) বালিয়াতেই মৃত্যু (Death) হয়েছে ৭০ জনের। তবে এটা তাপপ্রবাহের জেরেই মৃত্যু না, এর পিছনে অন্য কোনও কারণ আছে তা নিয়ে শুরু হয়েছে জলঘোলা। যদিও রাজ্য সরকারের দাবি, মৃত্যুর জন্য ‘হিটস্ট্রোক’ দায়ী নয়। রাজ্য সরকার জানিয়েছেন, মৃত্যুর আসল কারণ কী, তা খতিয়ে দেখা হচ্ছে। 

উত্তরপ্রদেশের স্থানীয় এক সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের আরও একটি জেলা দেওরিয়ায় হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন ৫০ জন। ওই সংবাদমাধ্যম থেকে আরও জানা গিয়েছে, তাপপ্রবাহের কারণে মৃত্যু হচ্ছে, এই বিবৃতি দেওয়ায় পরই উত্তরপ্রদেশের বালিয়ায় দুই চিকিৎসককে ইতিমধ্যেই সাসপেন্ড করেছে উত্তরপ্রদেশ সরকার। এমনকি তাঁদের বিরুদ্ধে ‘দায়িত্বজ্ঞানহীন’ বয়ানের অভিযোগও তোলা হয়েছে।  

প্রসঙ্গত, বিহারেও প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছে এই তাপপ্রবাহের জন্য। তবে বিহার সরকার মৃত্যুর কারণ হিসেবে ‘হিটস্ট্রোক’-কে স্বীকার করে নিয়েছেন। 


Follow us on :