১৬ মে, ২০২৪

UP: বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই ট্রাকে ধাক্কা গাড়ির, দুর্ঘটনায় মৃত্যু ৭ জনের
CN Webdesk      শেষ আপডেট: 2023-06-30 18:29:53   Share:   

ফের মর্মান্তিক মৃত্যু উত্তরপ্রদেশে (Uttapradesh)। এবারে পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হল ৭ জনের। উত্তরপ্রদেশের দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বান্দায় কামাসিন রোডের কাছে একটি এসইউভি গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এসইউভি গাড়িটিই সজোরে ট্রাকে ধাক্কা মারে বলে সূত্রের খবর। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে মৃত্যু হয় পাঁচজনের। বাকি তিনজনকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হলে পরে মৃত্যু হয় দু'জনের।

সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে বান্দায় কামাসিন রোডে পাহাড়িয়া দাই মন্দিরের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। বাবেরুর ডেপুটি সুপারইনটেনডেন্ট রাকেশ কুমার সিং জানিয়েছেন, পরিবারের এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হওয়ায় তাঁকে নিয়ে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই সজোরে তাঁদের গাড়িটি ধাক্কা মারে ট্রাকটিকে। এরপর গাড়িতে উপস্থিত পাঁচজনের সেখানেই মৃত্যু হয়। দু'জনের হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ও একজন গুরুতর আহত। তাঁরা প্রত্যেকেই তিলাউসা গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন ডিএসপি।

তিনি আরও জানিয়েছেন, এসইউভি গাড়িটি প্রতি ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিমি বেগে চলছিল। ফলে গাড়িটি দ্রুত গতিতে চলায় নিয়ন্ত্রণ হারিয়ে যায় ও ট্রাকে ধাক্কা মারে। এরপর সেখান থেকে চম্পট দেয় ট্রাকের চালক। ফলে তাঁকে খুঁজতে ও পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিস। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


Follow us on :