২৬ এপ্রিল, ২০২৪

AAP: আপের টিকিটে ভোটে জিতে বিজেপি যোগের সম্ভাবনা গুজরাতের ৫ বিধায়কের
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-12 09:59:35   Share:   

গুজরাত ভোটে (Gujrat Vote) প্রথমবার লড়ে আশাব্যাঞ্জক ফল আম আদমি পার্টির (AAP)। প্রবল বিজেপি হাওয়ার মধ্যেই আপের ঝুলিতে ৫ বিধায়ক। যদিও বিরোধীদের অভিযোগ, কেজরিওয়ালের দল কংগ্রেসের ভোট কেটে গুজরাতে বিজেপির পালে হাওয়া দিয়েছে। কিন্তু তাও নিজেদের দলের ৫ বিধায়ককে সম্ভবত ধরে রাখতে পারছে না আম আদমি পার্টি। সংবাদমাধ্যমে খবর, আপের পাঁচ জনই পদ্ম শিবিরে যোগ দিতে পারেন। সেই সংবাদ প্রকাশ্যে হতেই শুরু জোর জল্পনা।

সদ্যসমাপ্ত গুজরাত বিধানসভা নির্বাচনে ১৮২টির মধ্যে পাঁচটি আসনে জিতেছে আপ। ৮০% আসনে জিতেছে বিজেপি, ৫০-র নিচে বিধায়ক সংখ্যা কংগ্রেসের। জানা গিয়েছে, আপের টিকিটে জেতা ৫ বিধায়কের মধ্যে তিন জন বিজেপিতে ছিলেন। নির্বাচনে টিকিট পাবেন না এই সম্ভাবনা জোরালো হতেই শিবির বদলেছিলেন। এ বার শোনা যাচ্ছে, আপের টিকিটে জিতে ফের বিজেপিতে যাওয়ার কথা নাকি ভাবছেন তাঁরা।


Follow us on :