১৫ মে, ২০২৪

Karnataka Bandh: কর্নাটকে বনধের জের, বাতিল ৪৪টি বিমান, জারি ১৪৪ ধারা
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-29 12:14:14   Share:   

তামিলনাড়ুতে (Tamilnadu) কাবেরী নদীর (Cauvery River) জল ছাড়া নিয়ে বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত কর্নাটক (Karnataka)। এবারে এই দক্ষিণী রাজ্যে বনধের ডাক দিল কন্নড়পন্থী সংগঠন এবং কৃষক সংগঠনগুলি। আজ অর্থাৎ শুক্রবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই বন্ধ ডাকা হয়েছে। ফলে বেঙ্গালুরু সহ কর্নাটকের একাধিক শহরে এদিন বনধের ছবি ধরা পড়েছে। সেই রাজ্যের স্কুল, কলেজ, অফিস থেকে শুরু করে শপিং মল, সিনেমা হল বন্ধ রাখা হয়েছে। এমনকি বনধের জন্য ব্যাহত হয়েছে ট্রেন, বিমান পরিষেবা। ইতিমধ্যেই প্রায় ৪৪ টির মতো বিমান বাতিল করা হয়েছে।

সূত্রের খবর, সম্প্রতি তামিলনাড়ুকে ১৫ দিনের জন্য পাঁচ হাজার কিউসেক জল ছাড়তে কর্নাটককে নির্দেশ দিয়েছে কাবেরী জল বণ্টন পর্ষদ বা কাবেরী ওয়াটার ম্যানেজমেন্ট অথরিটি। আর এর ফলেই শুরু হয় বিবাদ। আর এর পরই আজ ১২ ঘণ্টার জন্য বনধের ডাক দিয়েছে কন্নড়পন্থী সংগঠন কন্নড় 'ওকুট্টা'। এই বনধকে সমর্থন করেছে কর্নাটকের অটো রিকশা ও হেল রাইডার্স অ্যাসোসিয়েশন। তবে জানা গিয়েছে, এই বনধের ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। রাস্তায় ক্যাব পরিষেবাও বন্ধ। আবার গত ৬ ঘণ্টার মধ্যে বেঙ্গালুরু বিমান থেকে ৪৪টি বিমান বাতিল হওয়ায় যাত্রীরা আটকে পড়েছেন বিমানবন্দরে। আবার রাজ্যের বিভিন্ন জায়গায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তবে ব্যাঙ্ক, হাসপাতাল, অ্যাম্বুলেন্সের মতো জরুরী পরিষেবাগুলি সচল রয়েছে।


Follow us on :