০৮ মে, ২০২৪

Organ Donation: ৩ বছরের খুদের লিভার নিয়ে নতুন করে জীবন ফিরে পেল এক ৫ বছরের শিশু!
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-20 15:43:52   Share:   

এক তিন বছরের খুদের লিভার দিয়ে নতুন করে প্রাণ ফিরে পেল এক পাঁচ বছরের কন্যা। ঘটনাটি মুম্বইয়ের (Mumbai)। এক পাঁচ বছরের শিশুকন্যার জন্য খুব শীঘ্রই লিভার প্রয়োজন ছিল, ফলে তার বাবা-মা হন্যে হয়ে এমন একজনকে খুঁজছিলেন, যে লিভার দিতে পারবে। অবশেষে তাঁদের সন্ধান শেষ হয়। খোঁজ পেল এক তিন বছরের শিশুর। এরপর তার লিভার (Organ Donation) দিয়েই প্রাণ বাঁচানো হল সেই কন্যা সন্তানের।

জানা গিয়েছে, এক ৩ বছরের শিশুর কিডনিজনিত কিছু সমস্য়া ছিল। পরে সেই কিডনির সমস্যার পরই তার ব্রেন ডেথ হয়ে যায় জানান চিকিৎসকরা। এরপরই সেই খুদের বাবা-মা সিদ্ধান্ত নেন, তার অঙ্গ দান করা হবে। অবশেষে তাঁদের খোঁজ পান সেই পাঁচ বছরের কন্যাসন্তানের বাবা-মা। এরপরই বান্দ্রার লীলাবতী হাসপাতালে সেই লিভারের প্রতিস্থাপন সফলভাবে করা হয়। এভাবেই সেই খুদের লিভার দিয়ে প্রাণ বাঁচে পাঁচ বছরের বালিকার।

শুধু লিভার নয়, সেই তিন বছরের খুদের কর্নিয়াও দান করা হয় এক ১২ বছরের বালককে। ফলে সেই কর্নিয়া পেয়ে নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পায় সে।


Follow us on :