১৩ মে, ২০২৪

Chennai: চেন্নাই বিমানবন্দরে মহিলা যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার ২২টি সাপ ও গিরগিটি, দেখুন ভিডিও
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-30 18:07:02   Share:   

এ কি আজব কাণ্ড! এক মহিলার ব্যাগ থেকে উদ্ধার করা হল ২২টি ভিন্ন প্রজাতির সাপ ও একটি গিরগিটি। ঘটনাটি চেন্নাই বিমানবন্দরের (Chennai Airport)। জানা গিয়েছে, ওই মহিলা শুক্রবার মালয়েশিয়া (Malaysia) থেকে চেন্নাইয়ে এসেছিলেন। এরপর সেই মহিলার ব্যাগ চেক করার সময়েই উদ্ধার হয় সেই সাপগুলি। সূত্রের খবর, সেগুলি একাধিক ট্রান্সপ্যারেন্ট প্লাস্টিক ব্যাগের মধ্যে ভরা ছিল। ইতিমধ্যেই সেই মহিলাকে গ্রেফতার করা হয়েছে।

চেন্নাইয়ের কাস্টমস বিভাগের আধিকারিক জানিয়েছেন, ২৮ এপ্রিল সেই মহিলা লামপুরের কুয়ালা থেকে বিমান নম্বর একে ১৩ করে চেন্নাইয়ে আসেন। এরপর তাকে দেখে সন্দেহ হলে তার ব্যাগ চেক করতেই চক্ষু চড়কগাছ শুল্ক দফতরের আধিকারিকদের। ব্যাগ খুলতেই বেরিয়ে আসে ২২ টি সাপ ও একটি গিরগিটি। এরপর শুল্ক আইন ও বন্যপ্রাণী সুরক্ষা আইনের অধীনে তাকে গ্রেফতার করা হয়।

এই প্রথম নয়, এর আগে চলতি বছরের জানুয়ারি মাসেই এক বিমানযাত্রীর ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছিল ভিন্ন প্রজাতির একাধিক সাপ, কচ্ছপ ইত্যাদি।


Follow us on :