১৬ মে, ২০২৪

Andhra Pradesh: মূল্যবৃদ্ধির বাজারে এবারে টোম্যাটোর সঙ্গে চুরি হল লঙ্কাও!
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-06 19:11:02   Share:   

দেশের বিভিন্ন রাজ্যে শাক-সবজির (Vegetables) দাম হু হু করে বৃদ্ধি পেয়েই চলেছে। ফলে এই পরিস্থিতিতে চোরেরা এখন হয়তো সোনা লুঠ করা ছেড়ে সবজি লুঠ করতেই নেমেছে! কারণ সম্প্রতি প্রকাশ্যে এসেছে, কর্নাটকে এক চাষের ক্ষেত থেকে চুরি হয়েছে লক্ষাধিক টাকার টোম্যাটো (Tomato)। এবারে ফের এমনই খবর প্রকাশ্যে এল। তবে এবারের জায়গা হল অন্ধ্রপ্রদেশ। জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের এক বাজার থেকেই এবারে চুরি করা হল টোম্যাটো ও লঙ্কা। ঘটনাটি অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) ডোরনাকালের।

লাকপথি নামের এক সবজি বিক্রেতা জানিয়েছেন, বুধবার তিনি তাঁর সবজির দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলেন। এরপর রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এসে  বাক্সে বাক্সে ভরা টোম্যাটো ও লঙ্কা চুরি করে চম্পট দিয়েছে। প্রায় ২০ কেজির মতো টোম্যাটো চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এছাড়াও অন্য দামী দামী সবজি লুঠ করেছে বলে দাবি তাঁর।

লাকপথি আরও জানিয়েছেন, তাঁর দোকানের সবজি চুরির জন্য তিনি পুলিস স্টেশনে অভিযোগ দায়ের করেছেন। যদিও পরে সেই বাজারে থাকা সিসিটিভি ক্যামেরায় সেই দুষ্কৃতীদের মুখ দেখা গিয়েছে। তাদের খুঁজতে তদন্ত চালাচ্ছে পুলিস।


Follow us on :