LATEST NEWS
28 May, 2023

Madhya Pradesh: একেবারে আমন্ত্রণপত্র ছাপিয়ে বিবাহবিচ্ছেদ উদযাপন করলেন ১৮ জন পুরুষ
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-০৯-১১ ১৫:২৯:৩৪   Share:   

বিবাহবিচ্ছেদের (Divorce) আনন্দে পার্টি! একেবারে কার্ড বানিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। শুনে একটু অবাক লাগলেও এমনটাই করেছেন সম্প্রতি বিবাহবেচ্ছেদ মামলায় জয়ী ১৮ জন পুরুষ। এককথায় বিবাহবিচ্ছেদ ‘উদ্‌যাপন’ করলেন তাঁরা। ঘটনাটি মধ্যপ্রদেশের (Madhya Pradesh)  ভোপালের (Bhopal)।

জানা গিয়েছে, একটি বেসরকারি সংস্থা ১৮ জনের হয়ে বিবাহবিচ্ছেদের মামলা লড়ছিল। সেই সংস্থার তরফ থেকেই আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের। এর পিছনে কী কারণ? সংস্থার কথা অনুযায়ী দীর্ঘদি ধরে মামলা লড়তে লড়তে আর্থিকের পাশপাশি মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তাঁরা। এছাড়া সামাজিক ও পারিবারিক একটা চাপ তো থাকেই।

Ad code goes here

সংস্থাটির আরও দাবি, এই ধরনের অনুষ্ঠান তারা দীর্ঘ সময় ধরে করে আসছে। এর মাধ্যমে বিবাহবিচ্ছিন্ন পুরুষদের মানসিক শক্তি বাড়ানো হয়। গত আড়াই বছর ধরে ১৮ জনের বিবাহবিচ্ছেদের মামলা লড়েছে এই সংস্থা। হেল্পলাইনের মাধ্যমে তাঁদের মানসিক জোর বাড়ানোর চেষ্টা করা হয়।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :