১৬ মে, ২০২৪

Train Cancle: অন্ধ্রপ্রদেশের ট্রেন দুর্ঘটনায় মৃত ১৩ জন, বাতিল বহু ট্রেন
CN Webdesk      শেষ আপডেট: 2023-10-30 11:44:54   Share:   

অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরামে দু'টি ট্রেনের সংঘর্ষে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ৫০ জন। এদিকে, ট্রেন দুর্ঘটনার জেরে এদিন একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। একাধিক ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। ওই লাইনে রেল পরিষেবা কার্যত ব্যহত হয়েছে। কোন ট্রেনগুলি বাতিল হয়েছে, আর কোনগুলির যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে, দেখে নেওয়া যাক...

সোমবার বাতিল ট্রেনগুলি হল

০৮৫২৭ রায়পুর-বিশাখাপত্তনম প্যাসেঞ্জার স্পেশাল ও ০৮৫২৮ বিশাখাপত্তনম-রায়পুর প্যাসেঞ্জার স্পেশাল।

যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে যে ট্রেনগুলির

১১০২০ ভুবনেশ্বর-মুম্বই কোনারক এক্সপ্রেস, ১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস, ১২২৪৫ হাওড়া-বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস, ০৩৩৫৭ বারউনি-কোয়েম্বাটুর স্পেশাল

এছাড়া, বেশ কিছু ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল ২০৮০৯ সম্বলপুর-হুজুর সাহিব নান্দেদ সুপারফাস্ট ট্রেন। এই ট্রেনটি বিজয়নগরম পর্যন্ত গিয়ে ফের সম্বলপুর ফিরবে। আর ১৭৪৭৯ পুরী-তিরুপতি এক্সপ্রেস বালুগাঁও স্টেশন পর্যন্ত যাবে।

উল্লেখ্য, রবিবার রাতে ভিজিয়ানগরামে বিশাখাপত্তনম-পলাশা প্যাসেঞ্জার ট্রেন ও বিশাখাপত্তনম রায়গড় প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। ফলে লাইনচ্যূত হয়ে যায় ৩টি বগি। রেল সূত্রে জানা গিয়েছে, রেল কর্মীদের ‘ভুল’-এই দুর্ঘটনা। লোকো পাইলট সিগন্যাল দেখেননি। ঘটনায় ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন রেলমন্ত্রী। শোকপ্রকাশ করেছে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীও।


Follow us on :