০৯ মে, ২০২৪

Nabanna: দুর্নীতির তদন্ত করতে গিয়ে রক্তাক্ত ইডি আধিকারিকরা, হামলা জওয়ানদের ওপর! কী ব্যাখ্যা নবান্নর?
CN Webdesk      শেষ আপডেট: 2024-01-05 16:22:54   Share:   

শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত সন্দেশখালির সরবেড়িয়া। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছেন ইডি আধিকারিকেরা। তিন ইডি আধিকারিকের মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য-রাজনীতি। ঘটনার তদন্তে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এনআইএ তদন্তেরও দাবি জানিয়েছে বঙ্গ বিজেপি। এর মধ্যেই এই ঘটনা নিয়ে মুখ খুলল নবান্ন। নবান্নের দাবি, ইডি-র এই অভিযানের কথা জানতই না রাজ্য পুলিস। তবে হামলার ঘটনার কথা জানার ৩০ মিনিটের মধ্যেই ব্যবস্থা নেওয়া হয় রাজ্য প্রশাসনের তরফে।

নবান্ন থেকে জানানো হয়েছে, সন্দেশখালিতে ঘটনার পর ঘটনাস্থলে প্রথমে পৌঁছন এসডিপিও। এরপরে এসপি-কে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। বর্তমানে এডিজি সাউথ বেঙ্গলও ঘটনাস্থলে রয়েছেন। ব্যারাকপুর থেকে অতিরিক্ত ফোর্স সঙ্গে গিয়েছে। সন্দেশখালির ঘটনা ঘটার ৩০ মিনিটের মধ্যে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এডিজি সাউথ বেঙ্গলকে গোটা ঘটনা মনিটারিং করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও পরে জানানো হয়েছে, পরিস্থিতি  নিয়ন্ত্রণে রয়েছে। রাজ্য পুলিসের কাছে খবর আসার পরে আর কোনও ঘটনা বা কোনও হামলা ঘটেনি বলে জানিয়েছে নবান্ন।


Follow us on :