০৯ মে, ২০২৪

Nabanna: তৃণমূল জমানায় কোথায়, কত নিয়োগ হয়েছে? বিস্তারিত তথ্য চেয়ে পাঠালেন মুখ্যসচিব
CN Webdesk      শেষ আপডেট: 2024-01-18 11:54:59   Share:   

জনগণের পরিষেবার কাজে অবহেলা ও গাফিলতির অভিযোগ উঠলে সরকারি কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতিতে জড়ালেও রেহাই পাবেন না সরকারি আধিকারিকরা, এমনটাই হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ২৪ ঘণ্টা কাটার আগেই নয়া লিখিত নির্দেশিকা দিল নবান্ন। মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিক জানিয়েছেন, ২২ জানুয়ারির মধ্যে ই-মেইল করে রাজ্য সরকারের সর্বত্র নিয়োগের সবিস্তার তথ্য দিতে হবে বিভাগীয় প্রধানদের।

জানা গিয়েছে, তৃণমূল জমানায় নিয়োগ কত হয়েছে, তার তথ্য ভান্ডার তৈরি করার উদ্যোগেই এই সিদ্ধান্ত। সেকারণে ২০১১ সালের মে মাস থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত তথ্য চাইল নবান্ন। জানাতে হবে গ্রুপ-এ, বি, সি এবং ডি-তে নিয়োগের সংখ্যা। চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীদের নিয়োগ-তথ্যের পাশাপাশি, অধ্যাপক, শিক্ষক, শিক্ষাকর্মী এবং অন্যান্য পদে কোথায় কত নিয়োগ হয়েছে, দিতে হবে তার ব্যাখ্যাও।

ইতিমধ্যেই সব দফতরের সচিব ও জেলা শাসকদের কাছ থেকে তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছেন মুখ্যসচিব। ২২ জানুয়ারির মধ্যে ই-মেইল করে নির্দিষ্ট প্রোফর্মায় চাকরি প্রাপকদের তথ্য পাঠাতে বলা হয়েছে।


Follow us on :