LATEST NEWS
29 May, 2023

Dengue: শীতের কলকাতাতেও ডেঙ্গির বলি ২, চিন্তার ভাঁজ স্বাস্থ্য দফতরের কপালে
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-১২-১৪ ১৪:০৬:৫০   Share:   

গত প্রায় কয়েক বছর ধরেই রাজ্যজুড়ে মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে ডেঙ্গি (Dengue)। চলতি বছরেও একাধিকবার সামনে এসেছে বেলাগাম ডেঙ্গি আক্রান্ত হওয়া, কিংবা মশা বাহিত এই রোগে মৃত্যুর ঘটনা। মূলত বর্ষাকালে (Monsoon Season) প্রকোপ বৃদ্ধি পায় এই মশাবাহিত মারণ রোগের। কিন্তু এবার বর্ষা (Monsoon) পেরিয়ে ডিসেম্বরেও কমছে না ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার সংখ্যা। একই সঙ্গে শীত চলে এলেও কমছে না ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর ঘটনা। এই নিয়ে পরপর দু'দিন দুই ডেঙ্গি আক্রান্তর মৃত্যুর খবর সামনে এল খোদ কলকাতার (Kolkata) বুকে। বেলেঘাটা আইডিতে (Beleghata ID Hospital) মৃত্যু হয়েছে দুই ডেঙ্গি আক্রান্তের। একজন বয়স ৫২-র বিন্দুদেবী দাস। তিনি বেলেঘাটারই রাজা রাজেন্দ্র লাল মিত্র রোডের বাসিন্দা বলে খবর। পরিবার সূত্রে খবর, ডিসেম্বরের ১ তারিখ থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

দ্বিতীয় জন হলেন বয়স ৬২-র কমলা বসাক। তিনি রাজারহাট গোপালপুর পুরসভার চণ্ডীবেড়িয়া সারদা পল্লী এলাকার বাসিন্দা। ডিসেম্বরের ৪ তারিখ থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দুজনের ডেথ সার্টিফিকেটেই ডেঙ্গির কথা উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত চলতি বছরে ১০২ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর খবর সামনে এসেছে। এদিকে ফের রাজ্যে ডেঙ্গিতে মৃত্যুর ঘটনায় রীতিমত কপালে চিন্তার ভাঁজ স্বাস্থ্য দফতরের কপালে। কলকাতা পুরসভার পক্ষ থেকে একাধিকবার ডেঙ্গি বিরোধী অভিযান এবং নানা রকমের ব্যবস্থা নেওয়ার পরেও কেন এই ঘটনা, তা নিয়েই উঠছে প্রশ্ন।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :