১৭ মে, ২০২৪

Malaria: ডেঙ্গির বাড়বাড়ন্তের মধ্যে ম্যালেরিয়া আতঙ্ক, বেলেঘাটা আইডিতে মৃত্যু প্রবীণের
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-10 16:20:19   Share:   

ডেঙ্গির (Dengue) পাশাপাশি চোখ রাঙাচ্ছে ম্যালেরিয়াও (Malaria)। বেলেঘাটা আইডি হাসপাতালে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মৃত্যু (Death) হল ৭১ বছরের এক বৃদ্ধের। হাসপাতাল সূত্রে খবর, প্লাসমোডিয়াম ভাইভ্যাকসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। বিধাননগরের দক্ষিণ দাড়ির বাসিন্দা ওই প্রবীণ ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে ৫ই সেপ্টেম্বর ভর্তি হয়েছিলেন বেলেঘাটা আইডি হাসপাতালে। আর ৬ই সেপ্টেম্বর বুধবার মৃত্যু হয় তাঁর।

এর আগে দক্ষিণ দমদমে ডেঙ্গির বলি হয়েছে ৪ জন। এবার দক্ষিণ দমদম পুরসভায় ম্যালেরিয়ার বলি ১। জানা গিয়েছে, মৃতের নাম রামবিদ্যা গুপ্ত। মৃত ব্যক্তি পেশায় হকার ছিলেন। তাঁর বাড়ি উত্তরপ্রদেশে হলেও কাজের সূত্রে তিনি ও তাঁর পরিবার এখানে থাকতেন। প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই ব্যাক্তির।


Follow us on :