১৩ মে, ২০২৪

Mamata: 'সমুদ্রসাথী' প্রকল্পে ৫ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার, কারা পাবেন এই সুবিধা?
CN Webdesk      শেষ আপডেট: 2024-02-08 18:53:18   Share:   

বৃহস্পতিবার দুপুরে নির্ধারিত সময়েই শুরু হয় রাজ্য বাজেট। ভোটের আগে রাজ্য বাজেটে মৎস্যজীবীদের জন্যে 'সমুদ্রসাথী' প্রকল্পের ঘোষণা। নয়া এই ঘোষণায় বছরে দু'মাস ৫০০০ টাকা করে মৎস্যজীবীদের দেওয়া হবে। আর তাতে ২ লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

আগামী অর্থ বছরের জন্যে আজ বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। আর সেখানেই নয়া এই প্রকল্পের ঘোষণা করেন তিনি। বলেন, মৎসজীবীরা অনেক প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে সমুদ্র যান। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা এবং দক্ষিণ ২৪ পরগণার বহু মানুষ মৎস্য চাষের সঙ্গে যুক্ত। সারা বছর মাছ ধরলেও এপ্রিলের মাঝামাঝি সময় থেকে জুনের মধ্যে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি থাকে। ফলে চরম সঙ্কটের মধ্যে পড়তে হয় এই সমস্ত মৎস্যজীবীদের।

এই সমস্ত মৎস্যজীবীদের পাশে দাঁড়াতেই 'সমুদ্রসাথী' প্রকল্পের ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই প্রকল্পের আওতায় প্রতিবছরের এই দুমাস ৫,০০০ টাকা করে মৎস্যজীবীদের দেবে সরকার। এমনটাই ঘোষণা রাজ্য বাজেটে। আর এই খাটে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব হয়।


Follow us on :