১১ মে, ২০২৪

Fraud: মিজোরামে বসে ২.৫ কোটির প্রতারণা, গ্রেফতার ১ অভিযুক্ত
CN Webdesk      শেষ আপডেট: 2024-01-20 17:56:37   Share:   

মিজোরামে বসে কলকাতার ব্যবসায়ীর থেকে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ এবার প্রকাশ্যে। এর পেছনে কি কোনও বড় চক্রের সম্ভাবনা রয়েছে?

পুলিস সূত্রে খবর, ফুলবাগান এলাকার ব্যবসায়ী সুশীল আগরওয়াল অভিযোগ করেন, বিপুল টাকার পণ্যসামগ্রী অর্ডার করেন লালন পুঁইয়া নামের এক ব্যক্তি। তারপর প্রথমে কিছু টাকা দিলেও, পরবর্তীতে আর টাকাই দিচ্ছিলেন না লালন। টাকার জন্য চাপ দিতেই সুশীল আগরওয়ালকে ভুয়ো ব্যাংক নথি পাঠান ব্যবসায়ী লালন পুঁইয়া। এরপরেই সুশীল আগরওয়াল ফুলবাগান থানায় একটি প্রতারণার  অভিযোগ দায়ের করেন।

প্রায় ২ কোটি ৩৫ লক্ষ টাকার প্রতারণার শিকার হয়েছেন সুশীল আগরওয়াল নামের এই ব্যবসায়ী। সুশীলের তরফে করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ফুলবাগান থানার পুলিস। কিছুদিন আগে ফুলবাগান থানার পুলিসের একটি টিম প্রথমে আইজল যায়। এরপর স্থানীয় থানার পুলিসের সহযোগিতা নিয়ে মিজোরামে পৌঁছে অভিযুক্ত ব্যবসায়ী লালন পুঁইয়ার অফিসে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাঁকে। ঘটনার তদন্ত শুরু করেছে ফুলবাগান থানার পুলিস।


Follow us on :