২৭ এপ্রিল, ২০২৪

Suvendu: শর্তসাপেক্ষে শুভেন্দুকে হাজরা-কাঁথিতে সভার অনুমতি হাইকোর্টের, আদালত কী জানিয়েছে
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-08 18:25:14   Share:   

ডিসেম্বরের পরপর দুটি সভা করার অনুমতি কোর্ট (Calcutta high Court) থেকে আদায় করলেন রাজ্যের বিরোধী দলনেতা (LOP) শুভেন্দু অধিকারী। তবে সে ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করেছে কলকাতা হাইকোর্ট। সেই শর্ত মেনেই শুভেন্দুকে (Suvendu Adhikary) সভা করতে হবে কাঁথিতে। সংলিশ্ত জেলা প্রশাসনের থেকে অনুমতিসাপেক্ষে সভা করা যাবে। ২১ তারিখ কাঁথির রেল ময়দানে বিরোধী দলনেতার কর্মসূচি হওয়ার কথা। পাশাপাশি হাজরাতেও ১২ ডিসেম্বর সভা করতে পারবেন বিরোধী দলনেতা। তবে সেক্ষেত্রে আদালতের দেওয়া সময়ের মধ্যেই করতে হবে জনসভা। বিকেল ৩টে থেকে রাত ৮টার মধ্যে শেষ করতে হবে সভার কাজ। বড় জমায়েত করা যাবে না, শব্দবিধি মানতে হবে।

এদিকে, জনসভা করার অনুমতি চেয়ে ফের হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাজরার সভার অনুমোদন বৃহস্পতিবার দিয়েছে কলকাতা হাইকোর্ট। কাঁথির সভার ব্যাপারে সিদ্ধান্ত নেবে প্রশাসন, এমনটাই নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। জানা গিয়েছে, হাজরায় ১২ ডিসেম্বর ও কাঁথিতে ২১ ডিসেম্বর সভার অনুমতি মেলেনি প্রশাসনের। প্রশাসনিক এই সিদ্ধান্তের প্রতিবাদে হাইকোর্টে মামলা শুভেন্দু অধিকারীর। এদিনই ২ মামলার শুনানি হয়েছে রাজাশেখর মান্থার এজলাসে।



Follow us on :