LATEST NEWS
28 May, 2023

Dilip Ghosh: মমতাকে বোম্বাগড়ের রাজা কটাক্ষ দিলীপের, 'আজ থেকেই পুজো শুরু', মন্তব্য অরূপের
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-০৯-০১ ১৩:১৯:১৭   Share:   

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata) বোম্বাগড়ের রাজার সঙ্গে তুলনা করলেন দিলীপ ঘোষ (BJP MP Dilip Ghosh)। বৃহস্পতিবার প্রাতঃভ্রমণ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিজেপি সাংসদ। সেখানেই জোড়াসাঁকো-রেড রোড ইউনেস্কোর (UNESCO) ধন্যবাদজ্ঞাপন মিছিলের প্রসঙ্গ টেনে সুর চড়া করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, 'কাজকর্মের কথা বলবেন না। সরকারি পয়সায় খান, ফুর্তি করুন। পুজোর ছুটি, ইদের ছুটি বাড়িয়ে দেওয়া হচ্ছে। আনন্দ-ফুর্তি ধার-দেনা করে যতদিন চলছে চলুক। রাজ্যে মূর্খদের জন্য তৈরি করে বোম্বাগড়ের রাজার মতো উনিই রাজত্ব করবেন।'

তিনি জানান, এটাই মুখ্যমন্ত্রীর রাজনীতি। লুটপাট চললেও, আসুন আনন্দ করুন আমি তো আছি। এভাবেই রাজ্যকে বন্ধ্যা করে দিয়ে উনি চলে যাবেন। এদিকে এদিনের কার্নিভাল প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, 'ইউনেস্কোকে ধন্যবাদ দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় এই স্বীকৃতি এসেছে। অনেকে বলেছিল বাংলায় দুর্গাপুজো হয় না। কিন্তু সরকারি উদ্যোগে প্রায় ৪৩ হাজার পুজো রাজ্য হয়।'তিনি জানান আজ থেকে পুজো শুরু হয়ে গেল।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :