১৫ মে, ২০২৪

Market: লঙ্কার ঝালে নয়, দামে চোখে জল মধ্যবিত্তের, জানুন বাজারদর
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-10 18:06:28   Share:   

পুরাণ কাহিনীতে লঙ্কাকাণ্ডের কথা আমরা সকলেই শুনেছি। আর সেই লঙ্কাকাণ্ডের ছবি যেন এখন বাস্তব জীবনে ফুটে উঠছে। লঙ্কার ঝালে নয়, দামে (price) চোখে জল আনছে এখন মধ্যবিত্তের। কাঁচা লঙ্কার দাম হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণে বিক্রেতারা জানিয়েছেন, রাজ্যে দীর্ঘ চার মাস ধরেই বৃষ্টি (rain) ছিল না বললেই চলে। এর ফলে সব চাষের জমির ফসল নষ্ট হয়ে গিয়েছিল। সম্প্রতি বৃষ্টি হওয়াতে আবার ফসল ফলতে শুরু করেছে। 

বর্ষার শুরু থেকেই সবজির দাম যেন আকাশছোঁয়া। সোমবার, কলেজস্ট্রিট মার্কেট পরিদর্শন করলেন কলকাতা স্পেশাল টাস্ক ফোর্সের এক প্রতিনিধি দল। সমস্ত বাজার ঘুরে ঘুরে সবজির দাম নিয়ে আলোচনা করলেন তাঁরা। এ দিন বাজারে কাঁচালঙ্কা আড়াইশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি টমেটো কিনতে গিয়েও পকেটে ছেঁকা মধ্যবিত্তের। মূলত বেগুন, টমেটো, আদা, কাঁচালঙ্কা, পটল এই সবজি গুলো নিয়েও নালিশ ছিল। সমগ্র বাজার পরিদর্শন করার পর স্পেশাল টাস্ক ফোর্স-এর তরফে রবীন্দ্রনাথ কোলে জানালেন বাজারের দরদাম।

সোমবার কলেজ স্ট্রিট মার্কেটে বাজার দর:

বেগুন- ৮০-১২০ টাকা/কেজি 

টমেটো- ১০০-১২০ টাকা/কেজি 

আদা- ১৫০-১৮০ টাকা/কেজি

লঙ্কা- ২০০-২৫০ টাকা/কেজি 

পটল- ৫০-৮০ টাকা/কেজি

ঢেঁড়শ- ৬০ -৮০ টাকা/কেজি

ডিম- ৬ টাকা পিস, ৭২ টাকা/ডজন 

কুমড়ো- ৩০ টাকা/কেজি 

ক্যাপসিকাম- ১৫০-১৬০ টাকা/কেজি 

আলু- ২০ টাকা/কেজি 

চন্দ্রমুখী আলু- ২৪ টাকা/কেজি 

পেঁয়াজ- ২০-২৫ টাকা/কেজি 

রসুন- ১৫০টাকা/কেজি


Follow us on :