১১ মে, ২০২৪

EC: লোকসভা ভোটে জিরো টলারেন্স নীতি! বিশৃঙ্খল পরিস্থিতির দায় ডিজিপির হুঁশিয়ারি নির্বাচন কমিশনের
CN Webdesk      শেষ আপডেট: 2024-03-05 17:00:05   Share:   

সন্ত্রাস ইস্যুতে জিরো টলারেন্স নীতি নির্বাচন কমিশনের। এরপরেও কোনও হিংসা হলে দায়ী থাকবেন রাজ্য পুলিসের ডিজিপি। কড়া বার্তা মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের। গত দু'দিনে দফায় দফায় জেলা শাসক এবং পুলিস সুপারদের সঙ্গে বৈঠক করেন তিনি।

এমনকি আজ ইডি, আয়কর দফতর সহ অন্তত ২২ টি সংস্থার সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। বৈঠক হয় রাজ্য পুলিসের ডিজিপি রাজীব কুমার এবং স্বরাষ্ট্র সচিবের সঙ্গে। আর সেই বৈঠকেই মুখ্যসচিব এবং ডিজিপিকে সন্ত্রাস নিয়ে কড়া বার্তা কমিশনের তরফে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, এদিনের বৈঠকে কমিশনের ফুল বেঞ্চের মুখোমুখি হন রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব। ছিলেন রাজ্য পুলিসের ডিজিপিও। আর সেখানেই সন্ত্রাস নিয়ে কার্যত কমিশন যে একেবারেই কড়া সেই বার্তা দেওয়া হয়েছে।

এমনকি কমিশনের অনেক নিয়ম মানা হচ্ছে না বলেও এদিন ডিজিপিকে বার্তা দেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। আর তা নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি কোনও রকম সন্ত্রাস হলে রাজ্য পুলিসের ডিজিপি দায়ী থাকবেন বলেও এদিন বৈঠকে কমিশন স্পষ্ট করেছে বলে সূত্রের খবর।


Follow us on :