১০ মে, ২০২৪

Corona: চিন্তা বাড়াচ্ছে করনোর নয়া ভ্যারিয়েন্ট JN.1, বাংলায় আক্রান্তের সংখ্যা ১০
CN Webdesk      শেষ আপডেট: 2024-01-12 16:03:19   Share:   

করোনা ভাইরাসের আগমনের পর থেকেই এসেছে একর পর এক এর উপরুপ। এবার চোখ রাঙাচ্ছে করনোর নয়া ভ্যারিয়েন্ট JN.1। এই ভাইরাসের সংক্রমণ এখন নতুন উদ্বেগ হয়ে উঠেছে রাজ্যবাসীর কাছে। সঙ্গে কপালে চিন্তার ভাঁজ পড়ছে স্বাস্থ্য দফতরেরও।

জানা গিয়েছে, কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জিনোমিক্সে জিনোম সিকুয়েন্সে ২ জানুয়ারি ৫০ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে JN.1 পজিটিভ ৮ নমুনা। সবমিলিয়ে এই নিয়ে বাংলাতে মোট JN.1 আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ এ। করোনার নতুন ভ্যারিয়েন্ট JN.1-এর সংক্রমণ নিয়ে চিন্তিত বিশেষজ্ঞরাও। তাঁদের মত, সতর্ক থাকতে হবে, ভিড় এড়াতে হবে, পরতে হবে মাস্ক।

সবমিলিয়ে আবার নতুন করে মাথাচাড়া দিচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি। এখন দেখার, রাজ্যে করোনা পরিস্থিতি আগামীদিনে নিয়ন্ত্রণে রাখতে কী ব্যবস্থা গ্রহণ করে স্বাস্থ্য দফতর।


Follow us on :