১৫ মে, ২০২৪

Bhangar: ভাঙড়ে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না! পুলিসের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে হাইকোর্টে নওশাদ
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-17 14:52:34   Share:   

নির্বাচনী কেন্দ্র ভাঙড়ে ঢুকতে না দেওয়ার অভিযোগ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ভাঙড়ের বিধায়কের প্রশ্ন, বারবার পুলিস তাঁকে কেন বাধা দিচ্ছে? বারবার ১৪৪ ধারা জারি রাখার কথা বলা হচ্ছে। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন, বিচারপতি জয় সেনগুপ্ত। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা।

পঞ্চায়েত ভোটে বারবার উত্তপ্ত হয়েছে ভাঙড়। বোমাবাজি, গুলি, সংঘর্ষে প্রাণহানিও হয়েছে। রবিবার নিজের বিধানসভা কেন্দ্র ভাঙড়ে যাচ্ছিলেন নওশাদ সিদ্দিকী। তাঁর গাড়ি আটকে দেয় পুলিস। পুলিসের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তোলেন ভাঙড়ের বিধায়ক। তিন ঘণ্টা অপেক্ষা করার পরেও তাঁর বিধানসভা কেন্দ্র ভাঙড়ে যেতে দেওয়া হয়নি বলে পুলিসের বিরুদ্ধে অভিযোগ। সেই নিয়েই আদালতের দ্বারস্থ নওশাদ সিদ্দিকি। প্রসঙ্গত ভাঙড়ে ১৪৪ ধারা জারির পর গত পরশু রাতে আরাবুল ইসলাম ও শওকত মোল্লাদের ঢুকতে বাধা দেয় পুলিস।

গত মঙ্গলবার গণনার দিন কাঁঠালিয়ায় গুলির লড়াইয়ে মৃত্যু হয় তিন জনের। স্থানীয় সূত্রে খবর, তাঁদের মধ্যে ২ জন ছিলেন আইএসএফ কর্মী। এই নিয়ে সিবিআই তদন্তের দাবিও করেছেন নওশাদ সিদ্দিকী। বৃহস্পতিবার চালতাবেড়িয়ায় আইএসএফের ঘাঁটিতে বোমা ফেটে জখম হন ৪ আইএসএফ সমর্থক। এরপরই ১৪৪ ধারা জারি করা হয়।


Follow us on :