১১ মে, ২০২৪

Bowbazar: বৌবাজারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির দেওয়াল, নিয়ম না মানার অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে
CN Webdesk      শেষ আপডেট: 2024-04-02 14:06:57   Share:   

মাত্র ১৫ দিন আগে কলকাতার গার্ডেনরিচে একটি নির্মীয়মাণ বহুতল ভেঙে ১২ জনের মৃত্যু হয়। অন্য়দিকে বিরাটিতে বাড়ির কার্নিস ভেঙে মারা যান ১ জন। এবার উত্তর কলকাতার বৌবাজারেও ভেঙে পড়ল পুরনো বাড়ি। মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুচিপাড়া থানা এলাকার রাম কানাই অধিকারী লেনের ৭ নম্বর বাড়ি ভেঙে বিগত প্রায় ৬ মাস ধরে প্রোমোটিং চলছে। পাশের লাগোয়া বাড়ির বাসিন্দারা এদিন সকালে ভারী কিছু পড়ার শব্দ পেয়ে বাড়ির বাইরে বেরিয়ে দেখে ধুলোয় ভরে গিয়েছে গোটা এলাকা। পরে দেখা যায়, ৭ নম্বর এবং পাশের বাড়ির মধ্যেকার পাঁচিল এবং পিলারের একাংশ ভেঙে গিয়ছে। স্থানীয়দের অভিযোগ, প্রোমোটার নিযুক্ত ঠিকাদার সংস্থা নিয়ম না মেনে কাজ করার ফলে ভেঙে পড়েছে বাড়ি। 

যদিও প্রোমোটার নিযুক্ত ঠিকা সংস্থার সাইট ইন চার্জের বক্তব্য, তাঁরা নিয়ম মেনেই সাইটে কাজ করছেন। এর ফলে যদি কোনও আপত্তি ওঠে, তাহলে তাঁরা আলোচনা করতে রাজি আছেন। এদিকে বৌবাজারে বাড়ি ভাঙার খবর পেয়ে ঘটনাস্বলে যান ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে। 


Follow us on :