০৮ মে, ২০২৪

Bus Problem: বিগ্রেড মাঠে তৃণমূলের 'জনগর্জন' সভা, নেই বাসের দেখা, ভোগান্তিতে নিত্য়যাত্রীরা
CN Webdesk      শেষ আপডেট: 2024-03-10 14:11:32   Share:   

কলকাতার বিগ্রেড মাঠে তৃণমূলের জনগর্জন সভা। রবিবার সকাল থেকেই উধাও প্রায় সমস্ত বাস। রাস্তায় দেখা নেই সরকারি এবং বেসরকারি বাসের। তৃণমূলের জনসভা থাকার কারণে এদিন বেশিরভাগ বাসই ব্রিগেডমুখী। যার জেরে সমস্যায় পড়েছে নিত্যযাত্রীরা। এমনকি তৃণমূলের সভাতে যাওয়ার জন্য নেই কোনও বাস। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না বাস।

উল্লেখ্য়, অন্যান্য দিন বাস থাকে আরামবাগ বাসস্ট্যান্ডে কমবেশী প্রায় ৪০টি। কিন্তু তৃণমূলের সভা থাকার কারণে দু-একটি বাস বাদে সমস্ত বাস তুলে নেওয়া হয়ছে। ফলে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

এমনকি ব্রিগেড সমাবেশ থাকায় হয়রানিতে পড়েন হাওড়ার যাত্রীরা। এদিন সকালে হাওড়া সরকারি বাস স্ট্যান্ডে দেখা মিলল সেই ছবি। প্রায় তিন ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও কোনও সরকারি বাসের দেখা নেই। ফলে তাঁরা গন্তব্যস্থানে কখন পৌঁছতে পারবে তা নিয়ে সমস্যায় যাত্রীসমূহ। 


Follow us on :