০৯ মে, ২০২৪

Kali Puja: তিলোত্তমা সাজবে আলোর উৎসবে, কড়া নির্দেশিকা কলকাতা পুলিশের
CN Webdesk      শেষ আপডেট: 2023-11-10 13:16:09   Share:   

তিলোত্তমা থেকে শুরু করে রাজ্যের প্রতিটি কোণ সেজে উঠবে আলোয়। কারণ, আসছে দীপাবলি। শুরু হয়ে গিয়েছে আতসবাজি কেনার হিড়িক, লাইটের দোকানেও লম্বা লাইন। কোমর বাঁধছে কলকাতা পুলিশও। কালী পুজো এবং ভাসান উপলক্ষে বিশেষ নির্দেশিকা জারি করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। জানানো হয়েছে, এই সময়েও যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

নির্দেশিকায় জানানো হয়েছে, কালীপুজোর দিন অর্থাৎ ১২ নভেম্বর সকাল ৮ টা থেকে ১৩ নভেম্বর পরের দিন ভোর ৪ টা পর্যন্ত মালবাহী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

ভাসানের দিনও যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। অর্থাৎ ১৪ এবং ১৫ তারিখও সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। জরুরি দ্রব্য যেমন ওষুধ, গ্যাস, দুগ্ধজাত দ্রব্যের ক্ষেত্রে ছাড় রয়েছে। 


Follow us on :