২২ মে, ২০২৪

CV Bose: 'নিয়োগ নিয়ে চিন্তা, কারও হতাশা নিয়ে নয়,' ব্রাত্যকে কটাক্ষ রাজ্যপালের
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-09 15:49:38   Share:   

রাজ্য ও রাজ্যপালের সংঘাত চলছেই। শুক্রবার রাতে রেজিস্ট্রারদের সঙ্গে বৈঠকের পর রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ব্রাত্য বসু। সরকার মনোনীত উপাচার্যদের নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যপাল মিথ্যা কথা বলছেন। এবার ফের এই নিয়ে মুখ খুললেন রাজ্যপাল। জানালেন, তাঁর চিন্তা নিয়োগ নিয়ে। কারও হতাশা নিয়ে কোনও চিন্তা নেই।

১০টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত শিক্ষা দফতরের সঙ্গে আলোচনা না করেই নেওয়া হয়েছে। এমনই অভিযোগ তুলে রাজ্যপালের বিরুদ্ধে সরব হয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুক্রবার সাংবাদিক বৈঠক করে ক্ষোভ উগরে দেন তিনি। জানান, রাজ্যপাল মিথ্যা বলছেন। ১৫ জন রেজিস্ট্রারকে শো-কজও করেছে শিক্ষা দফতর। এই টানাপোড়েনের জেরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নুপূর দাস পদত্যাগ করেছেন।

কয়েকজন শিক্ষামন্ত্রীর বৈঠকে উপস্থিতও ছিলেন না। সেই সব রেজিস্ট্রারকেও শো-কজ করতে পারে শিক্ষা দফতর। এদিকে শনিবার এই নিয়ে রাজ্যপাল সাফ জানিয়ে দিলেন, তিনি নিয়োগ নিয়ে চিন্তিত। রাজ্যের দফতরে কারও হতাশা নিয়ে একেবারেই ভাবতে চান না।


Follow us on :