০৯ মে, ২০২৪

Tmc: দল আবার জাতীয় তকমা ফিরে পাবে, আদালত থেকে বেরিয়ে পার্থ
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-13 15:17:15   Share:   

আদালতে ঢোকার মুখে প্রশ্ন এড়িয়ে গেলেও, আদালত (Court) থেকে বেরোবার সময় পার্থর (Partha Chattopadhyay) মুখে পুরোনো সুর (Tmc)। বৃহস্পতিবার আদালত থেকে বেরোবার সময় পার্থ সাংবাদিকদের বলেন, 'দল আবার জাতীয় তকমা ফিরে পাবে।' বৃহস্পতিবার আদালতে ঢোকার মুখে এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে সে প্রশ্ন জড়িয়ে যান তিনি। কিন্তু আদালত থেকে বেরিয়ে পরিষ্কার ভাবে জানিয়ে দেন, যে তাঁর দল আবার তকমা ফিরে পাবে। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া ১৪ জনকে বৃহস্পতিবার আদালতে পেশ করে ইডি।

আদালতে ঢোকার সময়ে তিনি বেহালাবাসীকে শুভেচ্ছা জানান, শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি আদালতে ঢোকেন। বৃহস্পতিবার কুন্তলের চিঠি থেকে শুরু করে বিরোধীদের বিরুদ্ধে সিবিআই নিষ্ক্রিয় কিনা, সে ব্যাপারেও জানতে চাওয়া হয়। তবে যে প্রশ্নটি বার বার আছড়ে পড়তে থাকে, তা হল তাঁর দল তৃণমূলের জাতীয় দলের তকমা হারানোর প্রসঙ্গ। যার জবাবে একটি শব্দও উচ্চারণ করেননি পার্থ। সম্প্রতি বেহালাবাসী বাম সমর্থকেরা তাঁর পদত্যাগের দাবি জানিয়ে পথে নামেন। বৃহস্পতিবার বেহলাবাসীদের জন্য মঙ্গল কামনাও করেন পার্থ। সম্প্রতি আদালত থেকে বেরিয়ে তিনি জোর গলায় বলেছিলেন, দলের কিছু হবে না। দল সুরক্ষিত থাকবে। বৃহস্পতিবার তাঁর গলায় সেই একই সুর শোনা গেল। আদালত থেকে বেরিয়ে তিনি বৃহস্পতিবার বলেন, 'দল আবার জাতীয় তকমা ফিরে পাবে।'


Follow us on :