১৬ মে, ২০২৪

Mahestala: ঢিলের ছুড়ে জানলার কাঁচ ভাঙায় শিশুর পা ভেঙে দিল গৃহকর্তা
CN Webdesk      শেষ আপডেট: 2023-10-06 12:49:52   Share:   

লঘু পাপে হল গুরু দণ্ড। মহেশতলার ডাকঘর কাজিপাড়ায় ঢিল ছুড়ে ঘুড়ির সুতো পারছিল এলাকার বেশ কয়েকজন নাবালক। আচমকাই ঢিলের আঘাতে ভেঙে যায় একটি বাড়ির জানালার কাঁচ। এরপরেই ঘটে বিপত্তি। ঢিল ছোড়ার অপরাধে চরম খেসারত দিতে হল নাবালককে। জানালার কাঁচ ভেঙে যাওয়ায় গৃহকর্তা বাড়িতে ডেকে আনেন এক নাবালককে। বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। গলা টিপে শ্বাসরোধ করার চেষ্টা করেন অভিযুক্ত বাড়ির মালিক। এরপর ৩ বার আছাড় দিয়ে পা ভেঙে দেন বছর দশেকের ওই শিশুর। সামান্য জানালার কাঁচ ভাঙার অপরাধে গৃহকর্তার এই পাশবিক অত্যাচারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আক্রন্ত শিশুর পরিবারের সদস্যরা।শিশুটিকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতাল সূত্রে খরব, মারধরের জেরে ভেঙে গিয়েছে শিশুর ডান পা।ইতিমধ্যে গোটা ঘটনায় মহেশতলা থানায় গৃহকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে আক্রান্ত শিশুর পরিবার।

জানলার কাঁচ ভাঙার অপরাধে অকথ্য অত্যাচার ছোট্ট শিশুর উপর। শহরের উপকণ্ঠে এমন পাশবিক অত্যাচারের ঘটনায় আবারও প্রকট সামজের কদর্য রূপ।


Follow us on :