২৬ এপ্রিল, ২০২৪

CBI: নিয়োগ-কাণ্ডে ফের গ্রেফতারি! সিবিআইয়ের হাতে ধৃত মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-19 17:53:06   Share:   

নিয়োগ দুর্নীতি-কাণ্ডে (Recruitment Case) ফের বড়সড় গ্রেফতারি। বাগদার 'সৎ' রঞ্জনের পর এবার সিবিআইয়ের (CBI Arrest) জালে মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল। রবিবার জিজ্ঞসাবাদের জন্য তাপস বাবুকে (Tapas Mondal Arrest) নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়। তারপরেই টানা জিজ্ঞাসাবাদের পর এই গ্রেফতারি কেন্দ্রীয় সংস্থার। এদিন তাপস মণ্ডলকে গ্রেফতারির পর এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। মেডিক্যাল পরীক্ষা শেষে বেড়িয়ে তাপস মণ্ডল বলেন, 'আমি নির্দোষ। তদন্তে সহযোগিতা করছি এবং করবো। কিন্তু আমি নির্দোষ।'

সিবিআই সূত্রে খবর, তাপস মণ্ডলের বয়ানে অসঙ্গতি এবং প্রশ্ন এড়িয়ে যাওয়া, এই দুটি কারণে তাঁকে গ্রেফতার করা হয়। নিজেদের হেফাজতে নিয়ে জেরার প্রয়োজন রয়েছে বলে এই গ্রেফতারি। এ প্রসঙ্গে উল্লেখ্য, এই তাপস মণ্ডলের বয়ানে নিয়োগ দুর্নীতি-কাণ্ডে ইডির হাতে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের নাম উঠে আসে। মানিক ভট্টাচার্য গ্রেফতারির পর বহুবার ইডি এবং সিবিআই ডাকে সাড়া দিয়েছেন তাপস মণ্ডল।

জানা গিয়েছে, এদিন শুধু তাপস মণ্ডল নয়। নিলাদ্রি ঘোষ নামে এক অভিযুক্ত এজেন্টকে নিয়োগ-কাণ্ডে গ্রেফতার করেছে সিবিআই।


Follow us on :