২৬ এপ্রিল, ২০২৪

Om Prakash Mishra: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অপসারিত সুবীরেশ, নতুন উপাচার্য ওমপ্রকাশ
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-29 09:46:09   Share:   

বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (North Bengal University) উপাচার্যের পদ থেকে অবশেষে অপসারিত করা হয় সুবীরেশ ভট্টাচার্যকে। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার (arrest) হওয়ার ৯ দিন পর তাঁকে তাঁর পদ থেকে অপসারিত করে রাজ্য সরকার (State Govt)। জানা গিয়েছে, তাঁর জায়গায় নতুন উপাচার্য হন ওমপ্রকাশ মিশ্র (Om Prakash Mishra)। সূত্রের খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র তৃণমূল ঘনিষ্ঠ।

অন্যদিকে সুবীরেশ ভট্টাচার্য এই বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্য একটি বিশ্ববিদ্যালয়েরও উপাচার্য ছিলেন। নিয়োগ দুর্নীতি মামলার পর সেখান থেকেও তাঁকে অপসারিত করা হয়েছে। সেই জায়গাতেও নিয়ে আসা হয়েছে ওমপ্রকাশ মিশ্রকে। আপাতত তিন মাসের জন্যই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এবং হিল বিশ্ববিদ্যালয়েরও উপাচার্যের দায়িত্বে রয়েছেন।  তাঁকে এই দুই বিশ্ববিদ্যালয়ে নিয়োগে ছাড়পত্র দিয়েছেন রাজ্যপাল লা গণেশন। বুধবার সন্ধ্যাতেই রাজ্য সরকারের তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানেই জানানো হয়েছে এই বিষয়ে। 


Follow us on :