১৫ মে, ২০২৪

Higher secondery: কড়া নির্দেশ! উচ্চমাধ্যমিক চলাকালীন ছুটি বাতিল শিক্ষক শিক্ষিকাদের
CN Webdesk      শেষ আপডেট: 2024-02-04 12:34:00   Share:   

উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য় শিক্ষক বা শিক্ষা কর্মীদের ছুটি বাতিল করল সংসদ। তাই উচ্চ মাধ্যমিক চলাকালীন ছুটি নিতে পারবেন না শিক্ষক-শিক্ষিকারা। শনিবার রাতে একটি নির্দেশিকা দিয়ে এ কথা জানিয়েছেন সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। ওই নির্দেশিকায় উল্লেখ আছে সিসিএল-এর মত কোনও ছুটিই মঞ্জুর করা হবে না শিক্ষক বা শিক্ষাকর্মীদের। 

চলতি মাসের ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে উচ্চমাধ্য়মিক পরীক্ষা। আগামী ২৯ তারিখ পর্যন্ত চলবে পরীক্ষা। ৯ টা ৪৫ মিনিট থেকে আরম্ভ হবে পরীক্ষা এবং শেষ হবে দুপুর ১ টায়। উচ্চমাধ্য়মিকের মাঝে একই সঙ্গে হবে একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষাও। উচ্চমাধ্য়মিক পরীক্ষায় বিনা অসুবিধায় এবং গার্ড সংক্রান্ত যাতে কোনও সমস্য়া না হয় তার জন্য় নয়া নির্দেশিকা দিল সংসদ।

যদি কোনও মেডিকেল ইমারজেন্সি বা মাতৃত্বকালীন ছুটির প্রয়োজন হয়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট ডি আই মারফত সংসদকে আগে জানাতে হবে সেই ছুটির কথা।


Follow us on :