১৬ মে, ২০২৪

Sandeshkali: এখনও অধরা শেখ শাহজাহান, পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে মুখ্যসচিবকে চিঠি রাজ্যপালের
CN Webdesk      শেষ আপডেট: 2024-02-05 20:57:27   Share:   

রেশন দুর্নীতি কাণ্ডের তদন্ত করতে গিয়ে সন্দেশখালিতে শেখ শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হয়েছিলেন ইডির আধিকারিকরা। ঘটনার একমাস কেটে গিয়েছে। কিন্তু এখনও গ্রেফতার হয়নি মূল অভিযুক্ত শেখ শাহজাহান। কেন এখনও অধরা সন্দেশখালির এই বেতাজ বাদশা? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকদের উপরে হামলায় কী কী  পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? এমনই সব বিস্তারিত তথ্য জানতে চেয়ে এবার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুখ্যসচিব বিপি গোপালিকাকে এই বিষয়ে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল, এমনটাই সূত্রের খবর।

প্রসঙ্গত, সন্দেশখালির ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ইডি আধিকারিকদের ওপর আক্রমণের ঘটনায় উদ্বেগ প্রকাশও করেছিলেন তিনি। কিছুদিন আগেই সন্দেশখালি কাণ্ড প্রসঙ্গে রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবকে তলব করেছিলেন রাজ্যপাল। এছাড়াও দিন কয়েক আগেই দিল্লি সফরে গিয়ে  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করে বাংলার আইন- শৃঙ্খলা প্রসঙ্গে কথা বলতে গিয়ে সন্দেশখালির ঘটনা উল্লেখ করেছিলেন বলে জানিয়েছিলেন রাজ্যপাল। কিন্তু এখনও নবান্নের পক্ষ থেকে পেশ করা হয়নি পূর্ণাঙ্গ রিপোর্ট। আর তাই এবার সন্দেশখালি কাণ্ডের  ফের বিস্তারিত রিপোর্ট চেয়ে মুখ্যসচিবকে চিঠি রাজ্যপালের। এখন নবান্নের তরফে কী পদক্ষেপ নেওয়া হবে, সেদিকেই তাকিয়ে বাংলার ওয়াকিবহাল মহলের একাংশ।


Follow us on :