০৮ মে, ২০২৪

Metro: টেট পরীক্ষার্থীদের জন্য সুখবর, রবিবার থাকছে অতিরিক্ত মেট্রো পরিষো
CN Webdesk      শেষ আপডেট: 2023-12-20 17:03:58   Share:   

টেট পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ পরিষেবা দেওয়ার ঘোষণা কলকাতা মেট্রো রেলের। জানা গিয়েছে, রবিবার হওয়া সত্ত্বেও ওইদিন অতিরিক্ত মেট্রো চালানো হবে। কলকাতা মেট্রোর তরফে একটি প্রেস বিবৃতি জারি করে এবিষয়ে জানানো হয়েছে। ওইদিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মোট ২৩৪ টি মেট্রো চালানো হবে।

২৪ ডিসেম্বর রয়েছে টেট পরীক্ষা। পাশাপাশি ওইদিন লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানও রয়েছে। ফলে কলকাতায় ভিড়ের বিষয়টি মাথায় রেখেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। মেট্রো রেল সূত্রে খবর, রবিবার ২৪ তারিখ মোট ২৩৪ টি মেট্রো চলবে আপ ও ডাউন মিলিয়ে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। তারমধ্যে ১১৭টি আপ এবং ১১৭টি ডাউন রেক চলবে। অন্যান্য দিনের মতোই এই পরিষেবা থাকবে বলেই মেট্রো রেল সূত্রে খবর। প্রথম মেট্রো সকাল ৬:৫০ মিনিটে দমদম থেকে কবি সুভাষের দিকে এবং সকাল ৬:৫৫ মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বরের দিকে।

অন্য সপ্তাহের রবিবার প্রথম মেট্রো চলে সকাল ৯টা থেকে। ছুটির দিন থাকায় মেট্রো চলাচল শুরু হয় কিছুটা দেরিতে। কিন্তু যেহেতু এই সপ্তাহে একই দিনে টেট এবং গীতা পাঠের অনুষ্ঠান রয়েছে, সেকারণে অতিরিক্ত সময়ে চলবে মেট্রো।


Follow us on :