১১ মে, ২০২৪

Shankar Adhya: ইডি দফতরে রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত শংকর আঢ্যর কন্যা, তিনিও কি জেরার মুখোমুখি?
CN Webdesk      শেষ আপডেট: 2024-01-16 16:11:08   Share:   

রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে ধৃত বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শংকর আঢ্যর কলকাতার বাড়ি, অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার হল প্রচুর বাংলাদেশি মুদ্রা। ইডি সূত্রে খবর এমনই। মঙ্গলবার সকালে ইডি দফতরে যান শংকর আঢ্যর মেয়ে ঋতুপর্ণা আঢ্য। শংকরের নামে একাধিক এফএফএমসি কোম্পানির হদিশ পেয়েছে ইডি। এমনকি তাঁর পরিবারের অন্যান্যদের নামেও এফএফএমসি কোম্পানির হদিশ পেয়েছে ইডি। ইতিমধ্যেই শংকর আঢ্যর ভ্রাতৃবধূকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, এ বিষয়েই হয়তো শংকর আঢ্যর মেয়েকেও জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি।

উল্লেখ্য, শংকর আঢ্যর আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য পেতে সোমবার কলকাতা ও সল্টলেকের ৪ জায়গায় তল্লাশি চালান ইডি আধিকারিকরা। এর মধ্যে সবচেয়ে বেশি নজরে ছিল ধর্মতলার কাছে মারকুইজ স্ট্রিটে তাঁর ফ্ল্যাট ও অফিসে। সেখানে একটি মুদ্রা বিনিময় কেন্দ্র চলত শংকর আঢ্যর নামে। সূত্রের খবর, সেই অফিস থেকেই প্রচুর বাংলাদেশি মুদ্রা উদ্ধার করেছেন তদন্তকারীরা। ভারতীয় টাকায় যা প্রায় ৮ লক্ষের কাছাকাছি। ইডি কর্তাদের প্রশ্ন, এত বাংলাদেশি মুদ্রা কেন অফিসে? এর সঙ্গে কোনও বেআইনি বিষয় যুক্ত কি না, খতিয়ে দেখা হচ্ছে।


Follow us on :