০৯ মে, ২০২৪

Accident: সাতসকালে সল্টলেকে দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ধাক্কা লেগে উলটে গেল যাত্রীবোঝাই বাস
CN Webdesk      শেষ আপডেট: 2023-10-02 12:44:03   Share:   

সপ্তাহের শুরুতে সাতসকালে পথ দুর্ঘটনা। একটি চার চাকা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে উলটে গেল যাত্রীবোঝাই বাস। সল্টলেক সেক্টর ফাইভের কলেজ মোড়ের দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাহত হয় যানচলাচল। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বাসে ৩০ জন যাত্রী ছিলেন। যার মধ্যে ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গিয়েছে, কেবি ১৬ রুটের একটি বাস গোদরেজ ওয়াটারসাইড থেকে করুণাময়ীর দিকে যাচ্ছিল। আর চার চাকা গাড়িটি নিউটনের দিক থেকে নিকো পার্কের দিকে যাচ্ছিল। যাত্রীবোঝাই বাসটি সিগন্যাল ভেঙে যাওয়ার চেষ্টা করে। সেই সময় আরএস সফটওয়্যার বিল্ডিংয়ের দিক থেকে আসা চার চাকা গাড়িটি সজোরে বাসে ধাক্কা মারে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনাস্থলেই উলটে যায় বাসটি। এই ঘটনায় চার চাকা গাড়ির এয়ার ব্যাগ খুলে যাওয়ার কারণে রক্ষা পেয়েছে ওই গাড়িতে থাকা সকলে। এই ঘটনায় দু'জন বাইক চালকও আহত হয়েছেন।


Follow us on :