২৭ এপ্রিল, ২০২৪

Menoka: বিদেশে যেতে চেয়ে হাইকোর্টে মেনকা গম্ভীর, দ্রুতভাবে মামলাই শুনলো না আদালত
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-20 15:35:11   Share:   

মেনকা গম্ভীরের (Menoka Gambhir) বিদেশ যাত্রা নিয়ে সিদ্ধান্ত ঝুলে রইল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। মায়ের শরীর খারাপের জন্য ব্যাঙ্কক যেতে চেয়ে আদালতে দরবার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকা। কিন্তু সেই মামলা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ না শুনে রেগুলার বেঞ্চে পাঠাল। পুজোর ছুটির পর সেই বেঞ্চেই হবে মেনকা গম্ভীরের আবেদনের শুনানি। জরুরি ভিত্তিতে মেনকা গম্ভীরের তরফে শুনানির আবেদন থাকলেও সাড়া দিল না বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ।

এদিকে, গত মাসে ব্যাঙ্কক যাওয়ার পথে বিমানবন্দরে আটকানো হয় মেনকাকে। ইডি নোটিসের কারণে তাঁকে আটকায় অভিবাসন দফতর। এই পদক্ষেপের প্রতিবাদ করে হাইকোর্টে কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা ঠোকেন মেনকা গম্ভীর। যদিও সেই মামলাও খারিজ হয়েছে হাইকোর্টে।

ইতিমধ্যে ইডি তলবে সাড়া দিয়ে একদিন মধ্যরাতে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন মেনকা গম্ভীর। কিন্তু ইডি নোটিশে এএম-পিএম বিড়ম্বনার মুখে পড়েন মেনকা। পরে ভুল শুধরে দুপুর ১২টায় তলব করা হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকাকে। সেই তলবেও হাজিরা দেন মেনকা গম্ভীর।


Follow us on :