০৯ মে, ২০২৪

Recruitment Scam: গুরুতর অভিযোগ! এসএসসি-র পশ্চিমাঞ্চলের চেয়ারম্যানকে সরিয়ে দিল রাজ্য সরকার
CN Webdesk      শেষ আপডেট: 2024-01-23 13:16:57   Share:   

এসএসসি দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখনও জেলে। তদন্তে উঠে এসেছে একাধিক নাম। চলছে জিজ্ঞাসাবাদ। তার মধ্যে স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনকে এসএসসি-র পদ থেকে স্মঅরীয়ে দিল রাজ্য সরকার। তাঁর বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ। যার ভিত্তিতে সোমবারই কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যকে নির্দেশ দেন, যত দ্রুত সম্ভব সিরাজউদ্দিনের বিরুদ্ধে পদক্ষেপ করার।

জানা গিয়েছে, শেখ সিরাজউদ্দিনের স্ত্রী জাসমিন খাতুন ২০১৯-এর মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছিলেন। যেখানে থেকে ২০১১ সালে পরীক্ষা দেন। আর ২০১৫ সালে সেই প্যানেলের মেয়াদ শেষ হয়। অভিযোগ, নিজের স্ত্রীকে চাকরি পাইয়ে দেন খোদ শেখ সিরাজউদ্দিন। ঘটনা সামনে আসতেই উঠে আসে একাধিক প্রশ্ন।

তবে বিকাশভবন সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত কর্তাকে আগেই সরিয়ে ফেলা হয়েছিল পদ থেকে। তবে সোমবার হাইকোর্টে এই বিষয়ে কিছু জানাননি রাজ্যের আইনজীবী। আচার্য সদন থেকে জানানো হয়েছে, চিঠি পেলে পরবর্তী পদক্ষেপ করা হবে।


Follow us on :