১২ মে, ২০২৪

Mamata: দীর্ঘ ১২ বছর পর মুখ্যমন্ত্রীর পাড়ায় সরকার বিরোধী মিছিল, আগামী ২ মাস ১৪৪ ধারা জারি
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-08 18:02:17   Share:   

দীর্ঘ ১২ বছর পর হরিশ মুখার্জি স্ট্রিটে সরকার বিরোধী মিছিল। সেই মিছিলে 'চোর চোর' শ্লোগান ওঠার অভিযোগ। এরপরেই অতি সক্রিয় কলকাতা পুলিস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার জন্য জারি করা হলো ১৪৪ ধারা। এমনটাই কলকাতা পুলিস সূত্রে খবর। কলকাতা পুলিস সূত্রে জানা গিয়েছে, হাজরায় ডিএ আন্দোলনকারীরা একটি বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে এবং ওই কর্মসূচির মাধ্যম দিয়ে একটি মিছিল হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে যায়। অভিযোগ ওই মিছিলে অভিষেক বন্দোপাধ্যায়ের বাড়ির সামনে 'চোর চোর' স্লোগান দেওয়া হয়।

এমন অভিযোগের পরেই মুখ্যমন্ত্রীর বাড়তি সুরক্ষা নিশ্চিত করতেই আগামী দু মাস মুখ্যমন্ত্রীর বাড়ি সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করল কলকাতা পুলিস। কলকাতা পুলিসের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছে, ওই এলাকায় আগামী দু'মাস সমস্ত যান নিয়ন্ত্রণ করা হবে। এবং আরও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।


Follow us on :