১০ মে, ২০২৪

Bridge: বড়দিনের আগেই খুলে যাবে সাঁতরাগাছি ব্রিজ, ইঙ্গিত মন্ত্রী পুলক রায়ের
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-16 12:04:53   Share:   

কলকাতা থেকে হাওড়ায় নিত্যদিন যাতায়াত করা নাগরিক এবং পণ্যবাহী গাড়ির জন্য সুখবর। বড়দিনের আগেই খুলে যাবে সাঁতরাগাছি ব্রিজ (Satragachi Bridge)। এমনটাই জানান রাজ্যের মন্ত্রী পুলক রায় (Minister Pulak Ray)। জানা গিয়েছে, বড় দিনের আগে খুলে দেওয়া হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ। মেরামতির কারণে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত পুরোপুরি বন্ধ ছিল সাঁতরাগাছি উড়ালপুল।

হাওড়া থেকে কলকাতায় ঢোকার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা সাঁতরাগাছি উড়ালপুল। ২১ টি এক্সপ্যানশনে জয়েন্ট মেরামতির জন্য ১৯ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত উড়ালপুলে যান নিয়ন্ত্রণ করার কথা ছিল সাঁতরাগাছি উড়ালপুলে। সেভাবে গত একমাস যাবৎ কলকাতা, সাঁতরাগাছি হয়ে জাতীয় সড়কগামী গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। সব পণ্যবাহী যান চলাচল নিষিদ্ধ ছিল ব্রিজে, ভোর ৫টা-সকাল ১১টা পর্যন্ত শুধু চলতো ছোট যান। ফলে রাত বাড়লেই যানজট বেড়েছে শহর কলকাতার বুকে।

পাশাপাশি সপ্তাহ ঘুরলেই উৎসবের আবহ। বড়দিন, ইংরেজি নববর্ষ। সেই আবহে ২৫ ডিসেম্বরের আগে সাঁতরাগাছি ব্রিজ খুলে গেলে অনেক সুরাহা পাবে আম আদমি।


Follow us on :